মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা-২০১7

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ,

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা ২০১৭ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষকদের নিচের ফরম পূরণ করে আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো। প্রতিযোগিতা সম্পর্কে যাবতীয় তথ্য এই ব্লগ পোস্টেই দেয়া হবে। তাই নিয়মিত বাতায়নে চোখ রাখুন।

আবেদনের শর্তাবলী:

১) আবেদনকারীকে অবশ্যই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্বীকৃত প্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে।

২) পূর্বে যারা সেরা দশ এর তালিকায় স্থান পেয়েছেন তারা পুনরায় আবেদন করতে পারবেন না।

৩) প্রাথমিক বাছাইয়ের পর পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় এবং জাতীয়/চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৪) প্রতিযোগিতার সকল ক্ষেত্রে ডিজিটাল কনটেন্ট তৈরি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদানে এর ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল রাখা, মুক্তপাঠের ব্যবহার এবং ড্যাশবোর্ড ব্যবহারের বিষয়গুলো বিবেচিত হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।