বেসরকারি শিক্ষক বদলির প্রক্রিয়া হবে অনলাইনে

মাধ্যমিক-শিক্ষা

নিজস্ব প্রতিবেদক , ০৪ এপ্রিল, ২০১৯ : বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত রাখতে সব কাজ অনলাইনে করা হবে। এ লক্ষ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়ারকরণের মতোই একটা সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে আবেদন গ্রহণ ও যাচাই করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বদলির নীতিমালা করতে আরও বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ এপিল) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন সংক্রান্ত’ সভায় এমনটাই আলোচনা হয়েছে। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র শিক্ষা বার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি) জাবেদ আহমেদ।   

সূত্র জানায়, বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে নানা জনের নানা মত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। সফটওয়্যার ভিত্তিক বদলি প্রক্রিয়াকরণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আবেদন গ্রহণ ও বদলির আদেশ এবং যাবতীয় তথ্য সফটওয়্যারের মাধ্যমে হবে। এ সফটওয়্যারে শিক্ষকরা অনলাইনে তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে বদলির আবেদন করবেন। কয়েকটি প্রতিষ্ঠানের নাম তারা দিতে পারবেন। বছরের বিশেষ একটি সময়ে সফটওয়্যারের মাধ্যমে এসব বদলির আবেদন নিষ্পত্তি করে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।