বৃত্তি পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে

Image

নিজস্ব প্রতিবেদক, ৩১ ডিসেম্বর, ২০২২:

১৩ বছর পর অনুষ্ঠিত হলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে পাঁচ লাখের বেশি শিক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলছেন, ফেব্রুয়ারিতে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

২০০৮ খ্রিষ্টাব্দে সর্বশেষ প্রাথমিকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালুর পর থেকে আলাদা বৃত্তি পরীক্ষা আর হয়নি। করোনার কারণে গত দুই বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা আয়োজন সম্ভব হয়নি। ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে বাস্তবায়ন শুরু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমের প্রাথমিক সমাপনী পরীক্ষা বাদ দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে চলতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানান,, ফেব্রুয়ারিতে এ পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা আছে। কর্মপরিকল্পনা অনুসারে ফেব্রুয়ারিতে ফল প্রকাশে কথা আছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।