বিসিএস(বাংলা ভাষা ও সাহিত্য)

১।বাংলা ভাষার উৎস কোনটি?

(ক) ইন্দো-এশিয়ান

(খ) ইন্দো-আফ্রিকান

(গ) ইন্দো-ভারতীয়

(ঘ) ইন্দো-ইউরোপীয়ান

২। চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?

(ক) চ-ীমঙ্গল

(খ) ধর্মমঙ্গল

(গ) অন্নদামঙ্গল

(ঘ) মনষামঙ্গল

৩। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?

(ক) কথ্য ভাষায়

(খ) সাধু ভাষায়

(গ) আঞ্চলিক ভাষায়

(ঘ) চলিত ভাষায়

৪। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?

(ক) মোহাম্মদ নাসির উদ্দীন

(খ) আবুল কালাম শামসুদ্দীন

(গ) কাজী আব্দুল ওদুদ

(ঘ) সিকানদার আবু জাফর

৫। বিরাগী শব্দের অর্থ কি?

(ক) উদাসীন

(খ) প্রতিকূল

(গ)রাগহীন

(ঘ) বিশেষভাবে রুষ্ট।

৬। ‘অগ্নিগিরি’ নাটকের লেখকÑ

(ক) হাসান হাফিজুর রহমান

(খ) ইমদাদুল হক মিলন

(গ) হুমায়ন আহমেদ

(ঘ) আসকার ইব্নে শাইখ।

৭। “বুড়ো শালিকের ঘাড়ে রোঁ”Ñকার রচনা?

(ক) মীর মশাররফ হোসেন

(খ)রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) কাজী নজরুল ইসলাম।

৮। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

(ক) সারদা দেবী

(খ) চন্দ্রাবতী

(গ) স্বর্ণকুমারী দেবী

(ঘ) সুফিয়া কামাল

৯। বাক্যের মৌলিক উপাদান কি ?

(ক) ধ্বনি

(খ) শব্দ

(গ) ভাব

(ঘ) বর্ণ

১০। ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

(ক) রূপতত্ত্ব

(খ) ধ্বনিতত্ত্ব

(গ) পদক্রম

(ঘ) বাক্য প্রকরণ

১১। এ, য়, তে কোন বিভক্তি প্রকাশ করে?

(ক) পঞ্চমী

(খ) ষষ্ঠী

(গ) চতুর্থী

(ঘ) সপ্তমী।

১২। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপার বিরচিত পদের সংখ্যা কতটি?

(ক) ১৩টি

(খ) ১৭টি

(গ)১৯টি

(ঘ)২১টি।

১৩। ‘শীকর’ শব্দটির অর্থÑ

(ক) জলকণা

(খ) ছোবড়া

(গ) চিহ্ন

(ঘ) আসক্তি

১৪। কোন বানানটি শুদ্ধ ?

(ক) জাম্বাবান

(খ) সাম্বুবান

(গ) জাম্বাবান

(ঘ) ঝাম্বুবান।

১৫। ফজল শাহাবুদ্দীন রচিত ‘আকাক্সিক্ষত অসুন্দর‘ কোন ধরনের রচনা?

(ক) নাটক

(খ)উপন্যাস

(গ) ছোটগল্প

(ঘ) কাব্যগ্রন্থ

১৬। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?

(ক) সতীন

(খ) বিপতœীক

(গ) বিরহী

(ঘ) কুলটা

১৭। ‘যাচ্ছেতাই’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদÑ

(ক) যা+ইচ্ছা+তাই

(খ) যাচ্ছে+তাই

(গ) যা+ইচ্ছে+তাই

(ঘ) এর সন্ধি বিচ্ছেদ হয় না।

১৮। কোনটি ভাব বাক্যের উদাহরণ?

(ক) আমি আর গেলাম না

(খ) এবার মাছ ধরা থাক

(গ) আম বোধ হয় পেকেছে

(ঘ) কুকুর লোকটিকে কামড়ালো।

১৯। ‘শেষ রাত্রির তারা‘ গল্পটির রচয়িতা কে?

(ক) আবু জাফর শামসুদ্দীন

(খ) আবুল কালাম শামসুদ্দীন

(গ) প্রিন্সিপাল আবুল কাশেম

(ঘ) আবুল ফজল।

২০। ‘রায় গুনাকর’ কার কাব্য উপাধি।

(ক) মালাধর বসু

(খ) সুকুন্দরাম

(গ) ভারতচন্দ্র

(ঘ) ময়ূরভট্ট।

উত্তর : ১। ঘ ২। ঘ ৩।খ ৪। ক ৫। ক ৬। ঘ ৭। গ ৮। খ ৯। ঘ ১০। খ ১১। ঘ ১২। ক ১৩। ক ১৪। গ ১৫। ঘ ১৬। গ ১৭। গ ১৮। খ ১৯। ক ২০। গ

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।