বিশ্রামে রোহিত-বিরাট, প্রোটিয়াদের বিরুদ্ধে নেতা রাহুল, দলে উমরান, কার্তিক

Image

আইপিএলে ভাল খেলার পুরস্কার পেলেন উমরান মালিক। কাশ্মীরের পেসার সুযোগ পেলেন ভারতীয় দলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন,কলকাতা ২২ মে ২০২২ঃ
বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা, বিরাট কোহলীদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। আইপিএলে ভাল খেলার ফলে দলে এল একাধিক নতুন মুখ। ফিরলেন দীনেশ কার্তিকও।

আরো পড়ুনঃ আইপিএলের ছন্দের বিচারে সুযোগ পেলেন কার্তিক, তা হলে কেন ব্রাত্য ঋদ্ধি?

এই সিরিজে কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে।আইপিএলে ভাল করেন উমরান মালিক। কাশ্মীরের এই পেসারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দলে জায়গা পেয়েছেন আবেশ খান এবং আর্শদিপ সিংহ। এ বারের আইপিএলে ফিনিশার হিসাবে দুর্দান্ত ছন্দে রয়েছেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে তাঁকেও। তবে উইকেটরক্ষক হিসাবে ঋষভ পন্থও রয়েছেন। দলে ফিরেছেন হার্দিক পাণ্ড্য।

ভারতের মাটিতে ৯ জুন থেকে শুরু হতে চলা এই সিরিজে রোহিত, বিরাট বিশ্রামে যাওয়ায় ভারতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব থাকবে রাহুল, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন, দীপক হুডা, শ্রেয়স আয়ারদের উপর। চোটের কারণে নেই সূর্যকুমার যাদব। পাঁচটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।