বাদ পড়ছেন লিটন দাস!

Image

ডেস্ক,২৯ অক্টোবর ২০২১ঃ
কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার! তিনি তো শতবারের চেষ্টাতেই যেন মন দিয়েছেন। আর নির্বাচক-টিম ম্যানেজমেন্টও পুরো বিষয়টাকে রীতিমতো ‘শিক্ষা সফর’ বানিয়ে আস্থা রেখেই চলেছে! তিনি একের পর এক ব্যর্থ হচ্ছেন, কিন্তু একাদশে পরের ম্যাচে ঠিকই জায়গা পেয়ে যাচ্ছেন। এবারের বিশ্বকাপেও চলছে সেই একই স্রোতে হাঁটা! লিটন কুমার দাস, জাতীয় দলে ছয় বছর পার করেও এখনো আছেন শিক্ষানবীশ হয়েই!

আরো পড়ুনঃ কেমন হবে বাংলাদেশের আজকের একাদশ?

বিশ্বকাপ মিশনে অবশ্য অনেকেই ব্যর্থ, তারপরও আলাদা করে কেন তার নাম এমন প্রশ্ন তুলতে পারেন অনেকে। কিন্তু এটা তো ভুললে চলবে না লিটন যেভাবে যেভাবে খেলছেন আউট হচ্ছেন, সেটা দৃষ্টিকটু লাগছে সবারই। সঙ্গে বাজে ফিল্ডিং তো আছেই। বিশ্বকাপের সুপার টুয়েলভে যেখানে জয়ে মিশন শুরু হতে পারতো বাংলাদেশ, সেখানে তার দুটো মিসেই তো সর্বনাশ।
এরপর বিশ্বকাপ অভিযানে দ্বিতীয় ম্যাচেও সুযোগ মিলল। তুমুল বিতর্কের মুখেও তাকে দলে রাখল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু লিটন সেই আগেরই লিটন। এবার ব্যাটে মাত্র ৯। তাইতো একদিন আগেই এই ওপেনারকে নিয়ে স্লোগান উঠলো আর নয়, লিটন! যে ক্রিকেটার অভিষেকের ৬ বছর পর এসেও একই ভুলের ফাঁদে পা দেন তাকে আর কতোদিন টানবে দল?

পরিসংখ্যান তো আর মিথ্যা বলে না! অভিষেকে পর লিটন টি-টোয়েন্টি খেলেছেন ৪৩টি। মাত্র ১৮.৯২ গড়ে রান মাত্র ৭৭৬। স্ট্রাইক রেট ১২৭.৪২। একনে ওপেনারের জন্য যা মোটেও আহামরি কিছু নয়। তারচেয়েও বিস্ময়কর ব্যাপার হলো- এই ২০২১ সালে সব শেষ ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার শুধু হতাশাই সঙ্গী হয়েছে। যেখানে রান মাত্র ১৪০, গড় ১০.৭৬! ভুল পড়েন নি! এই হলো বাস্তবতা অথচ তাকেই কিনা বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়েছে।

অথচ মেঘে মেঘে অনেক বেলা হলো। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন সেটাও বছর ছয়েক আগের ঘটনা। ২০১৫ সালের ৫ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক। তারপর থেকেই বলা হচ্ছে অতল সম্ভাবনাময় এক ক্রিকেটার তিনি। যিনি খেললে নাকি ক্রিকেট দেবতারাও স্থির হয়ে বসে পড়েন। মুগ্ধ হয়ে দেখেন লিটন কুমারের খেলা। কিন্তু এই ডানহাতি খেলেন কম সময়ই। প্রায় সব সময় উইকেটে আসা-যাওয়ার মিছিল করতে করতেই কেটে যায় বেলা!

পরিসংখ্যান তো আর মিথ্যা বলে না! অভিষেকে পর লিটন টি-টোয়েন্টি খেলেছেন ৪৩টি। মাত্র ১৮.৯২ গড়ে রান মাত্র ৭৭৬। স্ট্রাইক রেট ১২৭.৪২। একনে ওপেনারের জন্য যা মোটেও আহামরি কিছু নয়। তারচেয়েও বিস্ময়কর ব্যাপার হলো- এই ২০২১ সালে সব শেষ ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার শুধু হতাশাই সঙ্গী হয়েছে। যেখানে রান মাত্র ১৪০, গড় ১০.৭৬! ভুল পড়েন নি! এই হলো বাস্তবতা অথচ তাকেই কিনা বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়েছে।

লিটনের সব শেষ সাত ইনিংস রীতিমতো ফোন ডিজিটের মতো- ৯, ১৬, ২৯, ৬, ৫, ১ ও ১৬! তারপরও কবে কখন লিটনের ব্যাট ঝলসে উঠবে তার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট! দুঃসময় একজন ব্যাটসম্যানের জীবনে আসতে পারেই। কিন্তু লিটন প্রতি ম্যাচে যেখাবে উইকেট বিলিয়ে আসছেন তাতে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে!

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।