বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৩ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Image

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৩ সেমিস্টারের (অনার্স) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ জুলাই) রাজশাহী বাইপাস রোডে (খড়খড়ি) অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ও অর্থনীতি বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, ফার্মেসি, ইংরেজি, আইন ও মানবাধিকার এবং সবশেষে রাষ্ট্রবিজ্ঞান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: এইচএসসির ফরম পূরণ শুরু, ফি সর্বোচ্চ বিজ্ঞানে

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. এম. সাইদুর রহমান খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটরবৃন্দ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং অপেক্ষারত অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবে। সামার-২০২৩ সেমিস্টারের ক্লাশ শুরু হবে আগামী ১৬ জুলাই থেকে। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে(vu.edu.bd) পাওয়া যাবে।

অভিভাবক ও ছাত্রছাত্রীদের অনুরোধে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ ভর্তি পরীক্ষা (ফার্মেসি ও আইন বিভাগ ব্যতীত) অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৩০৪০৬৫০১-০৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অনুসারে স্প্রিং-২০২৩ সেমিস্টার থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আউটকাম বেজড এডুকেশন কারিকুলাম অনুযায়ী বাই-সেমিস্টার পদ্ধতিতে অর্থ্যাৎ বছরে দুই সেমিস্টার ব্যবস্থায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ উপযোগী জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও একুশ শতকের বাস্তবতার আলোকে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আউটকাম বেজড কারিকুলাম প্রণয়ন করেছে এবং সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।