এইচএসসির ফরম পূরণ শুরু, ফি সর্বোচ্চ বিজ্ঞানে

Image

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ আজ থেকে শুরু হয়েছে। অনলাইনে ফরম পূরণ করা যাবে ১৬ জুলাই পর্যন্ত। অনলাইনে ফি জমা দেয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট থেকে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ সর্বোচ্চ দুই হাজার ৬২৮ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখায় দুই হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে, ব্যবসা ও মানবিক শাখায় কোনো শিক্ষার্থীর অতিরিক্ত ব্যবহারিক বিষয় থাকলে ১৪০ টাকা যোগ করতে হবে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে এসএসসি পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। ১৮ থেকে ২৩ জুলাই ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।