ফল প্রকাশ: এসএসসি ও সমমানে পাসের হার ৮৮.২৯

ঢাকা: এস3. milestone college ssc result_এসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবার গড় পাসের হার ৮৮.২৯ শতাংশ।

গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ১.২৫ ভাগ। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ০.১৯ ভাগ বেশি।

মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

শতভাগ পাস করেছে ৪৭৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪ ভাগ, দিনাজপুরে ৮৯.৫৮ ভাগ, মাদ্রাসা বোর্ডে ৮৮.২২ ভাগ, কারিগরিতে ৮৩.১১ শতাংশ।

বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তার সঙ্গে ছিলেন বোর্ড চেয়ারম্যানরা।

দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন।

গত বছর এসএসসি-সমমানে পাসের হার ছিল ৮৭. ০৪ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল লক্ষাধিক পরীক্ষার্থী।

চলতি বছর পরীক্ষায় অংশ নেয় মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।