প্রাথমিকের নতুন সচিব ফরিদ আহাম্মদ

Image

নিজস্ব প্রতিবেদক | ২৮ অক্টোবর, ২০২২
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন ফরিদ আহাম্মদ। তাকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই প্রজ্ঞাপনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমান মিঞাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। আর জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন দেয়া হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

আর স্থানীয় সরকারি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

অপর এক প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন দেয়া হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।