পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবস পালন

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সহিত স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়।

বিদ্যালয়টি সকালে জাতীয় পতাকা অর্ধ নমিত করে দিনের কর্মসূচি শুরু করে। এ সময় কালো পতাকাও উত্তোলন করা হয়। দিনটি পালনে বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করে আনুষ্ঠানিকভাবে দিনটিতে বিভিন্ন কর্মসুচি শুরু করা হয়।

শহীদ মিনারে এসএমসি সভাপতি কে এম রইচ উদ্দিন রবি’র সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনর স্বাগত বক্তব্য’র মধ্যদিয়ে আলোচনা সভা, কবিতা আবৃতি, রচনা, চিত্রাংকন, হামদ নাত প্রতিযোগিতা করা হয়। অনুষ্ঠানটি মাজপাড়া ইউপি’র চেয়ারম্যান মোঃ আঃ গফুর মিয়া (সাধারণ সম্পাদক, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ) উদ্বোধন করেন এবং আলোচনা করেন। এ বিদসটি উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখা কবিতা, ছোট গল্প, ছড়া ইত্যাদি নিয়ে একটি দেয়াল পত্রিকাও প্রকাশ করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।