পাবনায় তিন শিক্ষক করোনা আক্রান্ত, স্কুল বন্ধ

Image

পাবনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরো খবরঃ

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট-সংলগ্ন রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ আমাদের স্কুলের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন সহকারী শিক্ষক শামীমা আক্তার (৩২) মহব্বত আলী (৩৫) ও ইফফার আরা (৩৮)।

প্রধান শিক্ষক রেহানা পারভীন জানান, ১৪ নভেম্বর টেস্ট করে শামীমা পারভীনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৬ নভেম্বর স্কুলের বাকি ৭ শিক্ষক টেস্ট করতে গেলে আরও দুইজনের রিপোর্টও পজিটিভ আসে।

এ খবর শুনার পর শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দেয়। পরে উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় স্কুলটি বন্ধ করে দেয়া হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পর করোনায় আক্রান্ত হওয়াটা দুঃখজনক বলে তিনি জানান।

করোনা আক্রান্ত শিক্ষিকা শামীমা আক্তার বলেন, ‘করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসলে ছুটি নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছি। এখন শারীর অনেকটা ভালো লাগছে। ’

বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন জানান, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাই সুস্থ না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান জানান, তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পর তারা বিদ্যালয়টি ছুটির আবেদন করেছিল। আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে ‘

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।