নতুন বছরে ক্লাস হবে যে প্রক্রিয়ায়

Image

ডেস্ক,৩১ জানুয়ারী ২০২১ঃ
নতুন বছরে স্কুলে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো পড়ুনঃ প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু!

বৃহস্পতিবার রাতে মাউশি মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে নতুন বছরের রুটিনের বিস্তারিত জানানো হয়।

আরো পড়ুনঃ এবারও হচ্ছে না পাঠ্যপুস্তক উৎসব

এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন ৪টি বিষয়ের ক্লাস নেওয়া হবে।

১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন ৩টি বিষয়ের ক্লাস নেওয়া হবে। এছাড়া ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন (প্রত্যেক দিন) ৩টি বিষয়ের ক্লাস নেওয়া হবে।

আরো পড়ুনঃ এসএসসির ফল পুনঃনিরীক্ষা শুরু: আবেদন করবেন যেভাবে

আর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন ৩টি বিষয়ের ক্লাস নেওয়া হবে।

নতুন রুটিনে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করার কথাও বলা হয়।

আরও বলা হয়, স্ব স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখবে। চলতি শিক্ষাবষেও সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়।


Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।