নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৩০ শিক্ষার্থী

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর থেকে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভর্তির জন্য পাঁচটি ইউনিটে মোট ৩০ হাজার ৯০৩ জন আবেদন করেছে।

এর মধ্যে ‘ক’ ইউনিটে ৫ হাজার ৩২৯ জন, ‘খ’ ইউনিটে ৬ হাজার ৬২৭ জন, ‘গ’ ইউনিটে ৫ হাজার ৬০৩ জন, ‘ঘ’ ইউনিটে ১১ হাজার ৮৮৬ জন এবং ‘ঙ’ ইউনিটে ১ হাজার ৪৫৮ জন আবেদন করেছে।

এস হাফিজ জানান, পরীক্ষায় মোট আসন সংখ্যা ১ হাজার ৪০টি। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৩০ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন।

পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর, ‘খ’ ইউনিটে ২৫ নভেম্বর, ‘গ’ ইউনিটে ২৬ নভেম্বর, ‘ঘ’ ইউনিটে ২৭ নভেম্বর এবং ‘ঙ’ ইউনিটে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।