ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

ঢাবির বিশেষ সমাবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে চলবে পাঁচটা পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষে ১ হাজার ৫৫৫টি আসনের বিপরীতে অংশ নেবেন ১৪ হাজার ২৪৩ জন ভর্তিচ্ছু। সে হিসেবে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ১০ জন।

আরো পড়ুন: সাত কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনবিন্যাস প্রকাশ

দেড় ঘণ্টার এ ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ১২০টি প্রশ্নের জন্য মোট ১২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। (যার মধ্যে ভর্তি পরীক্ষা ১২০ নম্বর, মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ৮ গুণ অর্থাৎ ৪০ নম্বর এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ৮ গুণ অর্থাৎ ৪০ নম্বর)।

প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি টেক্সটাইল ইনস্টিটিউট। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তিনটি সরকারি কলেজ এবং একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড দুটি বেসরকারি কলেজ।

প্রসঙ্গত, এর আগে ২ এপ্রিল বেলা চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আবেদন শুরু হয়ে চলে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) দেয়া সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় রয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।