ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড

Image

নিউজ ডেস্ক,২৫ মার্চ ২০২৩: ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) ফারহা গুল নিঝুমের গাড়িতে ধাক্কা দেওয়া পিকআপ চালককে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুর পৌনে ১টায় জেলা শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে জেলা প্রশাসকের সরকারি গাড়িতে সজোরে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপ (ঢাকা মেট্রো অ ১৪-০৮৭৯)। ঘটনার সময় জেলা প্রশাসক ওই গাড়িতে ছিলেন।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় মোট আবেদন প্রায় তিন লাখ

ঘটনার পরই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালক পারভেজ মোল্লাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে পিকআপটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় পাঠিয়েছে।

আরো পড়ুন: সরকারি কর্মকর্তাকে স্যার বলার বাধ্যবাধকতা নেই

সাজাপ্রাপ্ত পারভেজ মোল্লা মাদারীপুর জেলার শিবচর এলাকার বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে। তিনি ন্যাশনাল পলিমার গ্রুপের মালামাল ডেলিভারির কাজ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেপরোয়া গতিতে খেয়াঘাট থেকে শহরের দিকে যাচ্ছিল প্লাস্টিকের পাইপ ভর্তি পিকআপটি। চালক গাড়িটি সঠিক নিয়ন্ত্রণ না করে জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এবং ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন।

এ সময় জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দিয়ে প্রাণহানির আশঙ্কা এবং সরকারি সম্পদের ক্ষতি সাধনের অপরাধে তাকে এই শাস্তি দিয়ে পিকআপটি জব্দ করা হয়।

গাড়ির মালিকের কাছে পিকআপটি হস্তান্তরের আগে যাবতীয় কাগজপত্র যাচাইপূর্বক মামলার অর্থদণ্ড ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমার জন্য ঝালকাঠি সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, ওই সময় তিনি তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তার দক্ষ চালকের চেষ্টায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।