ঠাকুরগাঁওয়ে ৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, বন্ধ ক্লাস!

Image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে দেশব‌্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

এদিকে, স্কুল খোলার কয়েকদিনের মধ্যেই ঠাকুরগাঁওয়ের একটি স্কুলের ৫ জন ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে দুজন ৪র্থ ও তিনজন ৫ম শ্রেণিতে পড়ে।

এরা সবাই সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কলোনি এলাকার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

রোববার (১৯ সেপ্টেম্বর) তাদের সবার করোনা টেস্টের জন‌্য স‌্যাম্পল দেওয়া হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) ওই ৫ শিক্ষার্থীর করোনা পজিটিভ রেজাল্ট আসে। তাদের সবার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।

এদিকে পাঁচ শিক্ষার্থীর করোনা শনাক্তের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার ২৩ (সেপ্টেম্বর) বিদ্যালয়ের ওই দুই শ্রেণির ক্লাস বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে বাকি শ্রেণিগুলোর ক্লাস স্বাভাবিক নিয়মেই চলছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা পারভিন জানান, স্কুল খোলার পর থেকে প্রতিটি শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা পরিমাপ করে তারপর ক্লাসে নেওয়া হয়। রোববার চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির তিন ছাত্রীর মধ্যে করোনার উপসর্গ দেখা যায়। পরে ওই দিনই ‘ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকা কর্তৃপক্ষ’-এর সঙ্গে যোগাযোগ করে তাদের করোনার স‌্যাম্পল নেওয়ার ব‌্যবস্থা করা হয়। পরে বুধবার (২২ সেপ্টেম্বর) ছাত্রীদের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তাদের মৌখিক নির্দেশে আপাতত ৪র্থ ও ৫ম শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণির পাঠদান কার্যক্রম সচল রয়েছে।’

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মোছা. রিক্তা বানু বলেন, ‘সোমবার থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ জন ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া পাঁচ জনসহ মোট ১৩ জন ছাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত সবাই শিশু পরিবারের সদস্য। তাদের আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌস বলেন, ‘বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আগামী এক সপ্তাহের জন্য ওই বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ করে রাখা হয়েছে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।