ছাত্রীকে যৌন হয়রানি: নওগাঁয় প্রাথমিকের সহকারি শিক্ষক বরখাস্ত

Image

ঢাকাঃ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নওগাঁর মান্দা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ।

আরো পড়ুন: নাখোশ শিক্ষকরা প্রাথমিকে পরীক্ষার জন্য অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া যাবে না।

জেলা শিক্ষা কর্মকর্তার জারি করা আদেশ থেকে জানা যায়, পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন ওই শিক্ষক। একজন অভিভাবকের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সুপারভাইজারকে (তত্ত্বাবধায়ক) বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়।

ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁর এরূপ কার্যকলাপ ও আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় ‘অসদাচরণ’ পর্যায়ভুক্ত অপরাধ। প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।