গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত : আটক ৩

arestমুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বাগবাড়ি এলাকায় গ্রাম্য সালিশি বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। এর আগে শহরের কাছে বাগবাড়ি এলাকায় গ্রাম্য সালিশে ২৫টি করে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে ২১ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত শিক্ষার্থী মো. সুমনের বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে স্থানীয় চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জানা যায়, মুন্সীগঞ্জে নৌ-ভ্রমণে গিয়ে স্কুলছাত্র আরাফাত হোসেনের অপমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ জানান, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে এই ঘটনায় তিনজন গ্রেফতার করা হয়েছে। বাদীপক্ষ ২৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের বাগবাড়ি মসজিদ সংলগ্ন সালিশি বৈঠকে পঞ্চসা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা শিক্ষার্থীদের বেত্রাঘাত ও জরিমানার রায় দেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।