কারিগরির ৩৫০ শিক্ষার্থী বৃত্তি পাবেন বুধবার

Image

বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবৃত্তির জন্য নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে আগামী বুধবার বৃত্তি দেয়া হবে। এদিন দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরো পড়ুন: ইসলামপুর সরকারি কলেজ নতুন অধ্যক্ষ ঢুকতে পারলেন না অফিসকক্ষে

জানা গেছে, প্রথম মঙ্গলবার বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও তা বদলে বুধবার করা হয়েছে। এদিন দুপুর ২টায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।

এদিকে মেধাবৃত্তি পাওয়া ৩৫০ জন কারিগরি শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বোর্ড। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রতিষ্ঠানের আইডি কার্ডসহ অনুষ্ঠানে দিন নির্ধারিত সময় কারিগরি শিক্ষা বোর্ডে আসতে বলা হয়েছে।

দৈনিক শিক্ষাবার্তা ডটকমের পাঠকদের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা তুলে ধরা হলো।

তালিকা দেখতে ক্লিক করুন

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।