এ মাসের শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

Image

নিজস্ব প্রতিবেদক,১৪ ফেব্রুয়ারী ২০২২ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সংক্রমণ কমলে এ মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। রোববার (১৩ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভাচুর্য়ালিযুক্ত হয়ে এইচএসসির ফল প্রকাশ করে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দোরগোড়ায়। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের যদি আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি তাহলে চতুর্থ শিল্পবিপ্লবের পরিপ্রেক্ষিতে দেশ এবং বিশ্বব্যাপী যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তা তারা নিতে পারবে। তাদের সেভাবেই প্রশিক্ষণ দিতে হবে। গতানুগতিক ডিগ্রি নিলেই হবে না। কর্মসংস্থানের উপযুক্ত শিক্ষাই গ্রহণ করতে হবে, সেই শিক্ষাই আমাদের দিতে হবে।
এর আগে, সকাল ১১টা ৫০ মিনিটে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন তিনি। সাড়ে ১১টার দিকে বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এবছর করোনার কারণে মাত্র তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

এবার ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।