এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ব্যানবেইসের নতুন মেনু ব্যবহারের অনুরোধ

শিক্ষক বাতায়ন

নিজস্ব প্রতিবেদক,১৮ এপ্রিল ২০২৩: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের সময় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) নতুন মেনু ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) ব্যানবেইসের মহাপরিচালক মো: মুহিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

আরো পড়ুন: ভি-রোল ফরম পূরণ নিয়ে সুখবর নেই

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক ২০২২ সালের ২৬ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পরিপত্র জারি করা হয়। উক্ত পরিপত্রের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীর হালনাগাদ তালিকার সাথে ব্যানবেইস এর ২০১৩ সাল হতে অনলাইন জরিপের শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য ব্যানবেইসের ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) তে MPO Teacher Verify নামে একটি Menu সংযোজন করা হয়েছে। এই Menu থেকে ২০১৩ সাল থেকে ব্যানবেইসের শিক্ষা প্রতিষ্ঠান জরিপের শিক্ষক কর্মচারী সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলো হয়েছে, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে এমপিওভুক্তির আবেদন যাচাই বাছাইয়ের সময় ব্যানবেইসের Website-এ নতুন সংযোজিত Menu ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট সকলকে প্রদান করার অনুরোধ জানানো যাচ্ছে।’’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।