এবার কলেজ শিক্ষকদের গণহারে ক্যাডারভুক্তি নিয়ে অসন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ গণহারে নামসর্বস্ব মানহীন বেসরকারী কলেজ জাতীয়করণের বিতর্কের পর এবার ওই কলেজের শিক্ষকদের ‘বিসিএস ক্যাডার’ স্বীকৃতি নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রশাসনে। বিসিএস পরীক্ষা ছাড়া মানের বিচারের প্রশ্নবিদ্ধ বেসরকারী শিক্ষকদের আত্মীকরণ বিধিমালার দোহাই দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারী কলেজ শিক্ষকরা। ‘নো বিসিএস, নো ক্যাডার’ সেøাগান নিয়ে বিক্ষুব্ধ সরকারী কলেজ শিক্ষকরা সমাবেশ থেকে জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের ‘নন-ক্যাডার’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। সরকারী কলেজ শিক্ষকরা বলেছেন, শিক্ষার সম্প্রসারণে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের ক্যাডারে অন্তর্ভুক্তি চলবে না। জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের ‘ক্যাডার’ মর্যাদা না দিয়ে তাদের ‘নন-ক্যাডার’ হিসেবে সরকারী চাকরিতে অন্তর্ভুক্ত করা হোক। এছাড়া ওইসব শিক্ষকের চাকরি শুধু ওই জাতীয়করণ হওয়া কলেজেই সীমাবদ্ধ রাখতে হবে। কারণ সরকারী কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে তারা সকল পরীক্ষায় যোগ্যতার বিচারে মানোত্তীর্ণ। অন্যদিকে যেনতেনভাবে চাকরি নিয়ে এসেছে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা। তাই এ ধরনের শিক্ষকদের চাকরি ‘ক্যাডার’ বলে গণ্য করা যাবে না। এটা বিসিএস শিক্ষা সমিতি মেনে নেবে না।

তারা আরও বলেন, জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ‘ক্যাডারে’ অন্তর্ভুক্ত করা হলে অনাগত বিসিএসে যোগ দেয়া ক্যাডারদের পদোন্নতি পিছিয়ে যাবে। কেননা, জাতীয়করণকৃত শিক্ষকরা মাঝখানে ঢুকে যাবেন। আগামী লেকচারার পদোন্নতি তারা পাবেন। এমনকি সহযোগী ও অধ্যাপক পদে যেহেতু পদ কম, তাই ভবিষ্যতে কোন না কোন বড় কলেজ থেকে উল্লেখিত পদে যাবেন। এতে ক্যাডার শিক্ষকদের সুযোগ সংকুচিত হবে। বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা জ্যেষ্ঠতা হারাবেন। মাউশিতে আয়োজিত সমাবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সরকারী কলেজ, শিক্ষা বোর্ড, অধিদফতর থেকে আসা কয়েক হাজার বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষক যোগ দেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে সমাবেশে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সমিতির মহাসচিব মোঃ শাহেদুল খবির চৌধুরী, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকী, অধ্যাপক অলিউল্লাহ আজমতগীর, মাসুদা বেগম, আবু বকর মোল্লা, খান রফিকুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, সরকারী হওয়া কলেজের শিক্ষকদের ক্যাডারে অন্তর্ভুক্তি ও জ্যেষ্ঠতা নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এমন অবনস্থায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জাতীয়কৃত কলেজের শিক্ষকদের নন ক্যাডারে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় ১৫ হাজার শিক্ষক বিভিন্ন সরকারী কলেজ ও দফতরে চাকরিরত।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।