এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৪৪ শতাংশ

করোনা-শিক্ষাবার্তা

নিজস্ব প্রতিবেদক,৪ জুলাই ২০২২:

দেশে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত এক সপ্তাহে ১৩ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৮ হাজার ৮৪৬ জন। 

শতকরা বিবেচনায় এ সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ।

এ ছাড়া দেশে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের, আগের সপ্তাহে মৃত্যুর সংখ্যা ছিল ৯টি। অর্থাৎ মৃত্যু বেড়েছে ১৪৪ দশমিক ৪ শতাংশ।

সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিক্যাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত ৩৫ হাজার ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৪৩ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২১২ জনের করোনা শনাক্ত হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।