ঈদে ৬ দিন বন্ধ থাকবে ব্যাংক

bank_shikkha

বুধবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় শেষ কর্ম দিবসে ব্যাংকের শাখায় তেমন ভিড় নেই গ্রাহকদের। টাকা উঠানো কিংবা জমা দেওয়ায় বিড়ম্বনা না থাকায় সন্তুষ্ট সেবা প্রত্যাশীরাও।

ছুটির সময় ব্যাংকের শাখা বন্ধ থাকলেও, এটিএম বুথ থেকে সার্বক্ষণিক টাকা উত্তোলন করা যাবে। এদিকে, ২১ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংকের শাখা।

আরো পড়ুন: ঈদের ছুটি আরো বাড়তে পারে

এবার নির্বাহী আদেশে ১ দিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে। এতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকছে ৬ দিন। শেষ কর্মদিবস থাকায় জরুরি প্রয়োজনে টাকা তুলছেন কেউ কেউ। অনেকেই আবার দিচ্ছেন জমা।

তবে শেষ দিনে ব্যাংকগুলোতে তেমন ভিড় নেই গ্রাহকদের। বিড়ম্বনা ছাড়াই সেবা পাওয়ায় সন্তুষ্ট অনেকেই।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রমজানের মধ্যে অনেকেই তাদের প্রয়োজনীয় সেবা নিয়েছেন। তাই শেষ কর্মদিবসে তেমন ভিড় নেই শাখাগুলোতে। এছাড়া, শিল্পাঞ্চলে কর্মচারিদের বেতন-বোনাস দেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার ব্যাংকগুলোর শাখা খোলা থাকবে ২১ তারিখ পর্যন্ত।

এদিকে, ঈদের আগে শেষ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।