ইউনিফর্ম নীতি বদল, হিজাবের অনুমোদন দিচ্ছে কর্নাটকের কলেজ

Image

ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি ২০২২
ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু শহরের একটি বেসরকারি কলেজ তাদের ইউফর্ম (শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক) নীতি পরিবর্তন করেছে।

হিজাব পরে শিক্ষার্থীরা যাতে শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারেন, সে সুযোগ করে দিতে শুক্রবার এ পরিবর্তন আনা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কর্নাটকে হিজাব নিয়ে বিতর্ক চলার মধ্যে কোনো কলেজের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত প্রথম।

মাইসুরুর ডিডিপিইউ’র ড. শ্রীনিবাসন মুর্তি বলেন, ‘চার শিক্ষার্থী হিজাব ছাড়া শ্রেণিকক্ষে আসতে চাচ্ছিলেন না এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন।’

তিনি বলেন, ‘কিছু সংস্থা তাদের প্রতি সমর্থন জানিয়েছে। আমি কলেজটি আজ পরিদর্শন করেছি এবং সবার সঙ্গে এ নিয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে কলেজ ঘোষণা করেছে যে, তারা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে ইউনিফর্ম নীতি পরিবর্তন করছে।’

ইতোমধ্যে কর্নাটকের হাইকোর্ট এক অন্তবর্তী আদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব, গেরুয়া শাল ও অন্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ আদেশ অমান্যের জেরে শুক্রবার কর্নাটকের তুমাকুরু কলেজের ২০ শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে পুলিশ।

হিজাব পরে শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার দাবিতে ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ।

সম্প্রতি কর্নাটনের একাধিক কলেজ হিজাব পরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশে বাধা প্রদান করে। এর জেরে বিক্ষোভে নামেন অনেক শিক্ষার্থী।

পাল্টা বিক্ষোভও শুরু হয়। গেরুয়া শাল পরে পাল্টা বিক্ষোভ দেখান একদল শিক্ষার্থী। এতে বড় ধরনের সংকট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিয়ে তিন দিনের জন্য কর্নাটকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।