আসছে হোয়াটসঅ্যাপের আপডেট, যা থাকছে

Image

ফেসবুকের মালিকানাধীন ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রায়ই তার ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসে। বেশ কিছুদিন ধরে গুঞ্জন, দ্রুতই আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, যেখানে ডেস্কটপ বা ওয়েব সংস্করণে যুক্ত হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সুবিধা।

হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে কী থাকছে, তা অফিশিয়ালি এখনো জানা না গেলেও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওয়েবে ফিঙ্গার প্রিন্ট সুবিধা ছাড়াও আরো যা থাকতে পারে সে তথ্য :

* আসন্ন আপডেটে হোয়াটসঅ্যাপে থাকতে পারে বিভিন্ন রিংটোন সেট করার সুবিধা। যার ফলে ব্যবহারকারীরা স্বতন্ত্র কল ও গ্রুপ কলের মধ্যে পার্থক্য বুঝতে পারবে।

* ডেস্কটপ বা ওয়েব সংস্করণের পর আপডেটে অ্যান্ড্রয়েড সংস্করণেও ব্যাকগ্রাউন্ড ডুডল পরিবর্তনের সুযোগ পেতে পারেন ব্যবহারকারীরা।

* অ্যান্ড্রয়েড সংস্করণে কল ধরা ও কল করার সিস্টেম আপডেট করা হবে।

* স্টিকার ও অ্যানিমেটেড স্টিকারগুলোতে আসছে পরিবর্তন। থাকবে একাধিক লুপ।

* ব্যবসায়ী অ্যাকাউন্টের জন্য শিগগিরই হোয়াটসঅ্যাপ শর্টকাট অ্যাক্সেস যুক্ত করতে পারে। ফলে তাৎক্ষণিক দেখা যাবে পোর্টফোলিও। এ ছাড়া অ্যাপে একটি নতুন কল বোতাম যুক্ত হতে পারে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।