আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষনা

Image

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ওপেনার নাঈম শেখ, তার সঙ্গে ফিরেছেন আফিফ হোসেনও। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।

আরো পড়ুন: পাপনের মুখে বিসিবি ছাড়ার আভাস

টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিবকে ছাড়াই নেমেছিল বাংলাদেশ। একইসঙ্গে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও ব্যাকপেইনের ব্যাথায় শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান। তবে তাকে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে। সাকিবের অনুপস্থিতিতে সাদা পোশাকে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। অভিষেক টেস্টেই তিনি বাজিমাত করেছেন। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ ক্রিকেট এবং টেস্ট ফরম্যাটের স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। যা রানের হিসেবে আধুনিক ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

টেস্ট শেষে প্রায় অর্ধমাস বিরতি দিয়ে আগামী ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। ফরম্যাটটির জন্য আগে থেকেই বিসিবি অনুশীলন ক্যাম্প পরিচালনা করে আসছিল। যেখানে আফিফ-নাঈমদের সঙ্গে ছিলেন ঘরোয়া ক্রিকেটে রান করা এনামুল হক বিজয়ও। তবে আফিফ-নাঈম ডাক পেলেও বিজয়ের ওয়ানডেতে বিজয়ের জায়গা হয়নি।

এদিকে, আসন্ন সিরিজের দল থেকে বাদ পড়েছেন আয়ারল্যান্ড সিরিজে খেলা তিন ক্রিকেটার। তারা হলেন- মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি, ওপেনার রনি তালুকদার ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া আগেই জানা গিয়েছিল পবিত্র হজ পালন করতে যাওয়ায় এই সিরিজে থাকবেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।