অনুষ্ঠিত হলো ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়াই ১০ জন

Image

অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার (১৬ জুন) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন এবং প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, প্রযুক্তি ইউনিটে মোট ১,৫৫৫টি আসনের বিপরীতে ১৪,২৪২জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতি আসনের বিপরীতে লড়াই করছে দশ জন। ভর্তি পরীক্ষা ঢাকার ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।