নীতিমালা পরিবর্তনের পর বেসরকারি মেডিকেল ফের ভর্তি বিজ্ঞপ্তি

Image

দেশের বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ জুন) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ আবেদন শেষ হবে আগামী ৩০ জুন। ইতোমধ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস এবং দেশগুলোকে জানানো হয়েছে।

বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিদেশী শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি পুনরায় ঘোষণা করেছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য বেসরকারি (বেসরকারি) মেডিকেল ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে তাদের বিদ্যমান আসনের ৪৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করাতে পারবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের ১৫ জুন ২০২৩ থেকে একটি অনলাইন আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দিতে পারবেন আগামী ৩০ জুন পর্যন্ত। এরপর আর কোনো আবেদন বিবেচনা করা হবে না বলেও জানানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। এছাড়াও বলা হয়েছে, শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই হবে; ভর্তির জন্য তাদের আবেদনের কোনো হার্ড কপি বিদেশে বাংলাদেশের বিদেশী মিশনে জমা দিতে হবে না।

এর আগে চলতি মাসের শুরুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দেশের মেডিকেল বা ডেন্টাল কলেজে এমবিবিএস অথবা বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৩’ এর অনুচ্ছেদ ২.৪ এবং ৪.১ সংশোধন করেছিল। সংশোধিত ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ৪.১ অনুযায়ী, শুধুমাত্র ভর্তি (লিখিত) পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের নিয়ে জাতীয় মেধা তালিকা (বিশেষ কোটা যদি থাকে উল্লেখসহ) প্রকাশ করা হইবে। তবে ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর এর নীচে প্রাপ্ত প্রার্থীরা কোনোভাবেই ভর্তির যোগ্য বিবেচিত হবেন না বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।