অধ্যাপক মনিরুজ্জামানের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

pic mm_131618ঢাবি: সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজ এ সময় উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ও মনিরুজ্জামান মিঞার সহকর্মী নজরুল ইসলাম বলেন, রাষ্ট্র একজন ভালো মাপের শিক্ষাবিদকে হারালো, ভালো মানুষ হারাল। দেশের সামাজিক, রাজনৈতিক, শিক্ষার উন্নয়নে মনিরুজ্জামান মিঞার অবদান অনস্বীকার্য। তিনি এসবের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সর্বোপরি সবার কাছে তিনি গ্রহণযোগ্য মানুষ ছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।