ফেনী : ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজার থেকে বুধবার সকালে দুর্বৃত্তরা শিহাব উদ্দিন (৩৩) নামে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা।
একইদিন বিকেলে কে কা কাহারা মুমুর্ষ অবস্থায় তাঁকে ফেনী সদর হাসপাতালে রেখে যায়। কিছুক্ষন পর তিনি মারা যান। নিহত শিহাব উদ্দিন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মেলাঘর গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে ও একই এলাকার মহেষপুস্করনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানিয়েছে সূত্র।
নিহত শিহাব উদ্দিনের জেঠা মো. মোস্তফা জানায়, গত সোমবার শিহাব উদ্দিন বিয়ে (দ্বিতীয়) করেছেন। বুধবার শিহাবের শশুর বাড়ী যাওয়ার কথা ছিল। এজন্য সকালে সে বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় সুবার বাজার যায়। বাজারের পাশে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। বিকেল ৫টার দিকে কে বা কাহারা তাকে মুমর্ষ অবস্থায় ফেনী সদর হাসপাতালে ফেলে যায়। কিছু পর সে মারা যায়।
এদিকে নিহত স্কুল শিক্ষক শিহাবের মা নাজনীন আরা বেগম জানান, তাদের ছেলে আগে এক বিয়ে করেছিলেন। প্রায় দুই বছর আগে ওই বিয়ে ভেঙ্গে যায়। ওই পরিবারের সাথে কিছুটা মনমানিল্য ছিলো। এছাড়া শিহাবের সাথে কারো কোন ধরনের শত্রুতা ছিল বলে তাদের জানা নেই।
ফেনী সদর হাসপাতালের সহকারী পরিচালক (এডি) আনোয়ার হোসেন বলেন, বিকেলে কে বা কারা এক ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ফেলে যায়। কিছুক্ষণ পর সে মারা যায়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ মৃতের সুরতহাল করলে বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত করা হবে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানায়, লাশের পুলিশ বিষয়টি শুনেছে। তবে বিস্তারিত কিছু জানেন না।
তিনি আরো জানান, পুলিশ খোঁজখবর নিয়ে পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনুনগ ব্যবস্থা নেবে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, পুলিশ বিষয়টি শুনেছেন। যেহেতু নিহতের বাড়ি পরশুরাম সেহেতু পুলিশ পরশুরাম থানার সাথে যোগাযোগ করছেন। তবে এর বেশি কিছু জানাতে পারেনি পুলিশ।












