ডেস্ক,২২ ডিসেম্বর:
যেসব প্রতিষ্ঠানের কারিগরি শাখা এমপিওভুক্ত এবং তাদের বেতন ভাতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রদান করা হচ্ছে এসব প্রতিষ্ঠান ও শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)
মঙ্গলবার মাউশি এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক (২) চন্দ্র শেখর হালদার।
নোটিশে বলা হয়, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর সিদ্ধান্তের আলোকে এখনো অধিদপ্তর থেকে যেসব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ভাতা দেয়া হচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে প্রতিষ্ঠানের তালিকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়াও এসব প্রতিষ্ঠানের কারিগরি শাখার সরকারি আদেশ (জিও) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা (পদবীসহ পে কোড) এবং সর্বশেষ এমপিও হার্ড ও সফট কপি (পেনড্রাইভ বা সিডিতে) অধিদপ্তরে দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।





