পাওয়ার পয়েন্ট টুকিটাকি-১

স্লাইডে টীকার কলম ব্যবহার

পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে তৈরি স্লাইডে টীকার (অ্যানোটেশন) জন্য কলম তৈরি করা যায়। সেই কলম দিয়ে স্লাইডে নতুন কিছু যোগ বা কোন নির্দিষ্ট অংশ চিহ্নিত করা যাবে। পাওয়ার পয়েন্টে স্লাইড শো করার সময় অ্যানোটেশন কলম ব্যবহার করতে চাইলে আপনাকে যা করতে হবে তাহলো-



1. স্লাইড শো বাটনে ক্লিক করে View show তে ক্লিক করুন।
2. পর্দার নিচে বাঁদিকের কোণায় দুটি বোতামের যেকোন একটিতে ক্লিক করুন অথবা মাউসের ডান বাটন ক্লিক করুন।
3. Pen-এ ক্লিক করুন। মাউস পয়েন্টারটি কলমের আকৃতি ধারন করবে।
4. একে সরিয়ে যেকোন জায়গায় নিয়ে মাউসের বোতাম চেপে রেখে কলম দিয়ে ব্যবহারকারী লিখতে পারেন বা মার্ক করতে পারেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Facebooktwitterredditpinterestlinkedinby feather