নোবিপ্রবিতে শহিদ সার্জেন্ট রুমী ভবন ও বিএনসিসি ওয়েবসাইটের উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএনসিসি ও স্কাউটদের জন্য নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবন এবং বিএনসিসি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এসময় উপাচার্য বলেন, বিএনসিসি ও রোভার স্কাউট যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসের অংশ হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, এ ভবনটি বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমীর নামে হওয়ায় তাকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। বিএনসিসিতে যারা অংশগ্রহণ করেন, তারা সর্বদা কর্মঠ এবং শৃঙ্খলাবদ্ধ থাকেন, যা তাদের ছাত্রজীবনের জন্য খুবই সহায়ক। বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গেও তারা মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, যা খুবই প্রশংসনীয়। দেশের উন্নয়নের পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়া চলমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষদগুলোর ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।