প্রাথমিকে শিক্ষক নিয়োগ : মৌখিক পরীক্ষায় যাচাই হবে প্রার্থীর হাতের লেখা

shikkhabarta.com

নিজস্ব প্রতিবেদক , ০৩ জুন, ২০২২:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে মৌখিক পরীক্ষায় প্রার্থীদের হাতের লেখা যাচাই করা হবে। লিখিত পরীক্ষার খাতায় হাতেব লেখার সঙ্গে মৌখিক পরীক্ষায় কোনও প্রার্থীর হাতের লেখা না মিললে তার প্রার্থীতা বাতিল হবে।

গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ১ম ও ২য় ধাপের লিখিত পরীক্ষা ২২ এপ্রিল এবং ২০ মে অনুষ্ঠিত হয়েছে। ১ম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল ১২ মে প্রকাশিত হয়েছে। ৩য় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (৩ জুন) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা গ্রহণের সময় প্রার্থীরা ওএমআর শিটের টেক্সট বক্সে ইংরেজি ও বাংলায় ২টি অনুচ্ছেদ স্বহস্তে লিখেছেন। মৌখিক পরীক্ষার সময় তাদের হাতের লেখা যাচাই করা হবে। যাচাইকালে টেক্সট বক্সে ইংরেজি ও বাংলায় লেখা হাতের লেখার সাথে মিল পাওয়া না গেলে প্রার্থীতা বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।