৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে থাকছে নন-ক্যাডার: পিএসসি চেয়ারম্যান

Image

নিজস্ব প্রতিবেদক,২২ অক্টোবর ২০২২:

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডারের পদের সংখ্যা উল্লেখ থাকবে। তবে ৪০, ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের সময় যে শূন্য পদের চাহিদা এসেছে, তা পর্যালোচনা করে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।

অবশ্য ৪৪তম বিসিএস থেকেই বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার উল্লেখের পরিকল্পনা ছিল পিএসসির। তবে নানা জটিলতায় তা সম্ভব হয়নি। ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে এটি যোগ হচ্ছে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, ২০১০ সালের বিধিতে নন-ক্যাডারের পদ ও সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে বলে উল্লেখ আছে। ২০১৪ সালে সংশোধন হয়েছে। মূল বিধি যাতে প্রতিপালিত হয়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন: ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে, জানা গেল সময়

চেয়ারম্যান আরও বলেন, ৪৪তম বিসিএসে বিধি আরোপের চেষ্টা করেছিলাম। কিন্তু নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা না গেলে কিছু প্রার্থীর বয়স চলে যাবে। আবেদন করতে পারবে না। তাই চেষ্টা করেও পারিনি। কেউ যাতে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছি। ৪৫ থেকে বিধি অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া যাবে বলে আশ করছি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।