ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে পুলিশের গুলিতে শিক্ষক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

ডেস্ক ॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে বিভিন্ন প্রশিক্ষণ এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ফুলবাড়িয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, ‘দুর্যোগ মুহূর্তে সঠিক ও দ্রুত উদ্ধার এবং সার্বিক ব্যবস্থাপনায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৩২ হাজার নিয়োগ করা হয়েছে। আরবান কমিউনিটি ভলান্টিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রকল্প আকারে এ কাজ হাতে নেয়া হয়েছে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।