৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (ভূগোল, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)

Image

১. মাইক্রো প্রসেসরের কাজ কী?

-তথ্য প্রক্রিয়াকরণ করা।

২. ভূমিকম্পনের ফলে সৃষ্ট সমুদ্রঢেউ কী নামে পরিচিত?

-সুনামি।

৩. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলা হয়?

– মাদারবোর্ড ।

৪. শুষ্ক ও ঠান্ডা বায়ু কোনটি?

-মেরুবায়ু।

৫. নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?

-পেন ড্রাইভ।

৬. বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কোনটি?

-ভৌগোলিক।

৭. কোনটি তথ্য অধিকার আইনের আওতামুক্ত?

-জাতীয় নিরাপত্তাবিষয়ক তথ্য।

৮. মন্ট্রিল প্রটোকলের মূল বিষয়বস্তু কী ছিল?

-ওজনস্তর রক্ষা।

৯. বায়ুর কোন উপাদানটি সূর্যের তাপ ধরে রাখে?

-CO₂।

১০. ‘কম্পিউটার বাগ’ কী?

-সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল।

১১. পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে কোনটি?

-বনজসম্পদ।

১২. কম্পিউটার চালু বা পুনঃচালু করার প্রক্রিয়াকে কী বলে?

-Boot ।

১৩. ই-বুক কোন ধরনের কনটেন্ট?

-টেকস্ট।

১৪. বরেন্দ্র ভূমি হলো-

-প্লাইস্টোসিনকালের সোপান।

১৫. সুইচ অন করার সঙ্গে সঙ্গে কম্পিউটার কোনটি দেখে?

-র‌্যাম স্পেস।

১৬. মরুকরণের জন্য কোনটি দায়ী?

– মাটি দূষণ।

১৭. মাউসে কোন User Interface সিস্টেমটি ব্যবহৃত হয়?

-GUL ।

১৮. বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি?

– উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল।

১৯. Android কী?

-মোবাইল অপারেটিং সিস্টেম।

২০. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল-

– হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবব।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।