৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

১.সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের কততম সম্মেলন অনুষ্ঠিত হয় ?

ক. ৭০তম খ. ৭১তম

গ. ৭২তম ঘ. ৭৩তম

২. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

ক. তুরস্কে খ. গ্রিসে

গ. ইটালিতে ঘ. স্পেনে

৩. আইফেল টাওয়ার কোথায় _

ক. প্যারিস খ. মক্কা

গ. মদীনা ঘ. রিয়াদ

৪. বাম কোথায় অবস্থিত?

ক. ইরান খ. সিরিয়া

গ. ইরাক ঘ. আফগানিস্তান

৫. সার্ক সচিবলায় কোথায় ?

ক. নেপাল খ. ভুটান

গ. আফগানিস্তান ঘ. মালদ্বীপ

৬. কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?

ক. ১৯৮৯ খ. ১৯৯০

গ. ১৯৯১ ঘ. ১৯৯২

৭. Wailing wall – অবস্থিত।

ক. বার্লিনে খ. রোমে

গ. জেরুজালেমে ঘ. মাদ্রিদে

৮. হিলারি ক্লিনটন কোন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট প্রার্থী? কোথায় অবস্থিত?

ক. ডেমোক্রেটিক

খ. রিপাবলিকান

গ. লেবার ঘ. টোরী

৯. দূরপ্রাচ্যের দেশ কোনটি?

ক. অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড

গ. সিরিয়া ঘ. মঙ্গলিয়া

১০. নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?

ক. পাকিস্তান খ. মায়ানমার

গ. ভুটান ঘ. নেপাল

১১. সার্ক প্রতিষ্ঠিত হয়-

ক. ১৯৮৩ খ. ১৯৮৫

গ. ১৯৯১ ঘ. ১৯৯২

১২. জাতিসংঘের সচিবলায়ের ভাষা কয়টি ?

ক. ৬ টি খ.৪ টি

গ.৩ টি ঘ. ২ টি

উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. খ ১২.ঘ ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।