৩৬ তম বিসিএস পরিক্ষার বাংলাদেশ বিষয়াবলী সমাধানঃ

Bcs১। তত্তবধায়ক সরকার বিলুপ্তি – ১৫সংশোধনী

২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ – ১

৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কবে হয় – ১৯৭৪সালে

৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি – ১৬ফ্রেব্রু ১৯৫৬

৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড – ১৪ ডি:

৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর – অষ্ট্রিক

৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম – পুন্ড্র

৮। ঢাকার লালবাগের দূর্গ কে নির্মান করেন ? – শায়েস্তা

৯। বাংলার ‘ ছিয়াত্তরের মনন্তর ‘ এর সময় কাল – ১৭৭০

১০। ৬ দফা – ১৯৬৬

১১। বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল? – পূব পাকিস্তানের অসহযো্গ

১২। বাংলা ( দেশ ও ভাষা নামের উত্পত্তির বিষয়টি কোন গ্রন্থে – আইন-ই -আকরবী

১৩। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম – পাঙন

১৪। ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ? – ইসলাম খান

১৫। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি ? – ১৯টি।

১৬। শুভলং ঝরণা কোথায় – রাঙামাটি

১৭। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ -পূর্ব জার্মানি

১৮। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায় – ৬২%

১৯। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ? -অগ্রহায়ন -পৌষ

২০। ২৬শে মার্চ ১৯৭১এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন – ওয়ারলেসের

২১। অগ্নিশ্বর কি – কলা

২২। সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ –৩১জানুয়ারী ১৯৫২।

২৩। বাংলাদেশের উষ্ণতম – লালপুর , নাটোর

২৪। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ? –১৭ জানুয়ারী ১৯৭২

২৫। এমডিজির অন্যতম লক্ষ্য – ক্ষুধা ও দারিদ্র দূর করা

২৬। বর্তমানে সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি ? -এই প্রশ্নের উত্তর পিএসসি জানে ।তবে যুদ্ধরাধীদের বিচার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ

২৭। একনেকে এর চেয়ারম্যান কে ? —প্রধানমন্ত্রী

২৮। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান -৮৮ডি ০১ থেকে ৯২ ডি ৪১ পূর্ব দ্রাঘিমাংশে

২৯। বাংলাদেশের কতটি ‘ছিটমহল‘ বাংলাদেশের সীমায় অন্তভূক্ত হল – ১১১টি

৩০। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ? – ৪।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।