৩৫ তম বিসিএস প্রস্তুতি(সাধারন জ্ঞান)

•বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা।
•বিশ্বের বৃহত্তম নদী- আমাজান, দ.আমেরিকা।
(সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়)।
•ক্ষুদ্রতম নদী- ডি রিভার (৪৪০ ফুট),যুক্তরাষ্ট।
•আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুবনদীকে (ইউরোপের
১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।
•দ. এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু (পাকিস্তান),গঙ্গা (ভারত)
ও বহ্মপুত্র (বাংলাদেশ ও ভারত)।
✦বিশ্বের বৃহত্তম হ্রদেরনাম-কাস্পিয়ান সাগর
(রাশিয়া,আজারবাইজান, কাজাখস্তান,তুর্কেমেনিস্তান ,
ইরান)।
ম্যাগনেসিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড? উত্তর : অম্লীয়
অক্সাইড।
প্রশ্ন : ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? উত্তর :নাটক।
প্রশ্ন : থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়?
উত্তর : জাপান, জার্মানি ও ইতালি।
প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত
সালে? উত্তর : ১৯৫২ সালে
প্রশ্ন : ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ‘ফকল্যান্ড’ নিয়ে যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২ সালে।
প্রশ্ন : কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত?উত্তর : রোম।
প্রশ্ন : ব্রহ্মদেশ বর্তমানে কী নামে পরিচিত?উত্তর : মিয়ানমার।
প্রশ্ন : চীনের পুরনো নাম কী?উত্তর : ‘ক্যাথে।
প্রশ্ন : ‘পরার্থপরতার অর্থনীতি’ বইটির লেখক কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন : অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন?
উত্তর : মুন্সীগঞ্জ জেলার।
প্রশ্ন : সোয়াচ অব নো গ্রাউন্ডের মানে কী?
উত্তর : বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
প্রশ্ন : দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?উত্তর : হাড়িয়াভাঙ্গা
প্রশ্ন : এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?উত্তর : হালদা নদী।
প্রশ্ন : সিলেট বিভাগে জেলা কতটি?উত্তর : ৪টি।
প্রশ্ন : বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়_উত্তর : নাটোর জেলার লালপুরে।
প্রশ্ন : যমুনা নদী কোথায় পতিত হয়েছে?উত্তর : পদ্মায়।
প্রশ্ন : ব্রিশাইল একটি_উত্তর : উন্নতজাতের ধানের নাম।
প্রশ্ন : জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে_উত্তর : আবদুর রাজ্জাক
প্রশ্ন : রকস মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর : পঞ্চগড়ে।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণর্দৈঘ্য চলচ্চিত্র বাঁধনহারা-এর পরিচালক কে?
উত্তর : এজে মিন্টু।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।