২ হাজার টাকা নোট তৈরির ‘গোপন তথ্য’ ফাঁস!

imageন্যানো-জিপিএস চিপ থাকছে নতুন ২ হাজার টাকার নোটে, এমন খবর সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছিল। এই জিপিএস চিপ নাকি এতই শক্তিশালী যে, মাটির ১২০ মিটার গভীরে লুকিয়ে রাখা টাকারও হদিশ দেবে অনায়াসে। কিন্তু এই জল্পনায় জল ঢেলে সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের অধিকর্তারা জানান, ২ হাজার টাকার নোটে এমন কোনও প্রযুক্তি ব্যবহার করা হয়নি। তবে, বাজারে আসা এই নতুন নোট যে জাল করা কঠিন, কার্যত চ্যালেঞ্জের সুরে জানিয়ে তা ঘোষণা করেন শীর্ষ ব্যাঙ্কের কর্তারা। সরকারি সূত্রের খবর, সম্পূর্ণ গোপন ভাবে ছাপানো হয়েছে ২ হাজার টাকার নোট। জেনে নেওয়া যাক, কালো টাকার উপর নরেন্দ্র মোদীর হঠাত্ ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ পিছনে কী কী গোপন তথ্য উঠে আসছে।

আনন্দবাজার

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।