১২ স্কুল-কলেজে আগুন

Image

ভোটের মাত্র এক দিন আগে দেশের বিভিন্ন স্থানে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এগুলোর মধ্যে প্রাথমিক ও উচ্চবিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের অধিকাংশই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র।

ফায়ার সার্ভিস বলছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পরপর হবিগঞ্জের চুনারুঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া রাত দেড়টার দিকে গাজীপুরের চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন দেওয়া হয়।

আরো পড়ুন: বেনাপোল এক্সপ্রেসে আগুন, খোঁজ মিলছে না এশিয়া প্যাসিফিকের চন্দ্রিমার

ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে ভোর সাড়ে চারটার দিকে। আর চট্টগ্রাম মহানগরীর নিশ্চিন্তপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয় ভোর পাঁচটার দিকে।
আর শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সাড়ে ছয়টার দিকে। গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে গতকাল শুক্রবার সকাল আটটার দিকে। আর ময়মনসিংহের নান্দাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সোয়া নয়টার দিকে।

এর আগে বৃহস্পতিবারই রাজশাহীর তিনটি ও ফেনীর একটি বিদ্যালয়ে আগুন দেয়া হয়। সব কটিই ভোটকেন্দ্র। আগুনে নতুন পাঠ্যবইও পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।