হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

ঢাকা: অস্থায়ী নিয়োগপ্রাপ্ত কয়েকজন শিক্ষকের নেতৃত্বে রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। এদের সঙ্গে ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্রও ছিলো বলে জানা গেছে।

আজ সোমবার দুপুরে কলেজে অধ্যক্ষের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

কলেজ অধ্যক্ষ আখতার জাহান মিলি বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ওই শিক্ষকরা যোগ্যতা না থাকলেও নিয়োগবিধি উপেক্ষা করে স্থায়ী নিয়োগ পেতে অধ্যক্ষের ওপর চাপ প্রয়োগ করে আসছিলো। অধ্যক্ষ তাদের অনৈতিক দাবি না মানায় সোমবার তার ওপর হামলা চালানো হয়।

কাফরুল খানার ওসি জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ এখনো পাইনি। পেলে ব্যবস্থা নেবো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।