হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস দিয়ে রান্না করা তেহারি পরিবেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ক্যান্টিন ভাঙচুর

বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্যান্টিন ভাঙচুর করেছেন কয়েকজন শিক্ষার্থী। পরিচালককেও ঘটনার সময় মারধর করা হয়।

১৪ এপ্রিল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস দিয়ে রান্না করা তেহারি পরিবেশন করায় এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষর্শীরা। ভাঙচুরের পর ক্যানটিনটি বন্ধ রয়েছে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এসে পরিস্থিতি শান্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যানটিন পরিচালক জানিয়েছেন বিষয়টি তার জানা ছিল না। তারপরও বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, আমাদের ক্যান্টিনে কখনই গরুর মাংস আসে না। তেহারি গরুর মাংস দিয়ে যে রান্না হয়েছে তা কেউ জানতো না। খাওয়ার পর সন্দেহ হলে কর্মচারী জাকির হোসেনকে জিজ্ঞাসা করা হয়। তখন সে গরুর মাংস দেওয়ার কথা স্বীকার করে।

জাকিরের আগে চারুকলার ক্যান্টিন চালাতেন মিজানুর রহমান নামে একজন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।