হার্ভার্ড আবারো বিশ্বসেরা; হাজারের মধ্যেও নেই বাংলাদেশী বিশ্ববিদ্যালয়

১১ডেস্ক:
২০১৬ সালে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। তবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি এ তালিকায়। সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাং কিংস- নতুন এই তালিকা প্রকাশ করেছে।

তালিকায় বিশ্বের শীর্ষ এক হাজারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ২২৪টি, চীনের ৯০টি, জাপানের ৭৪টি ও যুক্তরাজ্যের ৬৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

রাংকিং করতে গিয়ে সংস্থাটি আটটি বিষয়কে বিবেচনায় নিয়েছে। সেগুলো হচ্ছে- শিক্ষার মান, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিয়োগ, শিক্ষকদের মান, খ্যাতনামা জার্নালে প্রকাশনা, প্রভাবশালী জার্নালে গবেষণাপত্র, গবেষণাপত্রে উদ্বৃতি, ব্রড ইম্প্যাক্ট ও প্যাটেন্ট।

তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।