হাত-পায়ের মধ্যে আছে শুধু বাম পা, তা দিয়েই সমাপনী পরীক্ষা

exএকটি পা দিয়েই চলছে রাসেল মৃধার জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। লেখাপড়ার প্রতি আগ্রহ আর মনের জোরে এবার বাম পায়ে কলম ধরেই ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে শারীরিক প্রতিবন্ধী রাসেল মৃধা।

সোমবার সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশেষভাবে বেঞ্চের ওপর খাতা রেখে সেখানে বাম পায়ের দুই আঙুলের ফাঁকে কলম রেখে অন্য সবার সঙ্গে দ্বিতীয় দিনের বাংলা পরীক্ষা দিচ্ছে সে।

রাসেল শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। প্রতিবন্ধী শিক্ষার্থী রাসেল মৃধার (১১) বাড়ি নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া এলাকায়। বাবা আবদুর রহিম মৃধা একজন সাধারণ কৃষক।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হক বলেন, রাসেল ছাত্র হিসেবে মেধাবী। ইসলামী সংগীতেও রয়েছে তার ব্যাপক প্রতিভা। তার জন্য প্রতিষ্ঠান থেকে অনেক সুবিধা দেয়া। ভবিষ্যতে তার পড়াশুনার বিষয়ে যতটুকু সম্ভব সুবিধা দেয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।