হাওরবাসীর পাশে দাঁড়িয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কানবি প্রতিনিধি : ৫ মে : বন্যায় এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত নেত্রকোনা হাওরের মানুষদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের পক্ষ থেকে নেত্রকোনা জেলার মদন উপজেলা প্রত্যন্ত আলমশ্রী গ্রামের প্রায় ৮৫টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এই বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ে অল্পসংখ্যক সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে ও শিক্ষকদের সহযোগিতায় অর্থ সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি দল ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, খাবার স্যালাইন, শুকনো খাবার বিতরণ করেন।

বিভাগের প্রভাষক মো. অলি উল্লাহ্‌ পৃষ্ঠপোষকতায়  বিভাগ থেকে ত্রাণ বিতরণের জন্য গিয়েছিলেন হিমেল পারমানিক, বুশরা, মামুন, মোস্তফা, মোশারফসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন আলমশ্রী গ্রামের ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।