সাড়ে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে ডিএসসিসি

ডেস্ক,১১ মার্চ:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের পাঁচটি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে। ১৮ থেকে ২৪ মার্চ পর্যন্ত স্কুল পর্যায়ে এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত স্থানীয় পর্যায়ে নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে।

বুধবার ডিএসসিসি আয়োজিত এক সভায় প্রধান নির্বাহী শাহ মো. ইমদাদুল হক এ তথ্য জানান।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য অধিদফতরের আওতায় এ কার্যক্রমের সার্ভে ইতোমধ্যে শেষ হয়েছে। ঘোষিত সময়ের মধ্যে ৭ লাখ ৩৭ হাজার ১২১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। এর মধ্যে শিক্ষার্থী রয়েছে ৩ লাখ। প্রতিটি অঞ্চলে ১০টি করে টিম কাজ করবে। মোট ১৩৫৩ কেন্দ্রে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম সারির সুপারভাইজার থাকবেন ১০৮ জন এবং দ্বিতীয় সারির সুপারভাইজার থাকবেন ৭৮ জন।

আরও জানানো হয়, হাম এবং রুবেলা ভাইরাসজনিত দুটি মারাত্মক সংক্রামক রােগ। এই দুটি রোগ সাধারণত একজন আক্রান্ত রােগীর হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা অন্যদের মধ্যে অতি দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যে কোনাে বয়সের মানুষের হাম-রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই হাম-রুবেলার প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশি দেখা যায়। হামের জটিলতাগুলাের মধ্যে নিউমােনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতা অন্যতম। গর্ভবতী মা প্রথম ৩ মাসের সময় রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে ৯০ শতাংশ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে গর্ভপাত এমনকি গর্ভের শিশুর মৃত্যুও হতে পারে অথবা শিশুটি বিভিন্ন জন্মগত জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে; যা কনজেনিটাল রুবেলা সিনড্রোম (সিআরএস) নামে পরিচিত।

সভায় ডিএসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরিফ আহমেদসহ ডিএসসিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।